দ্বীন মেহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বিষধর সাপের দংশনে সামির হোসেন(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাছাল পাটোয়ারী বাড়ির মো. আমির হোসেনের ছোট ছেলে। সামির চেঙ্গাছাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘরের পাশেই অন্যান্য সহপাঠীদের সাথে খেলা করছিলো সামির। খেলার মাঝেই আনুমানিক সকাল ০৯ টার সময় তার ডান পায়ের গোড়ালিতে কিছু একটা কামড় দিয়েছে সে টের পায়। কিন্তু আশেপাশে সে কিছু দেখতে পায়নি বলে খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও খেলায় নিমজ্জিত হয়ে পড়ে। এদিকে খেলায় খেলায় সময় অতিবাহিত হয় আর অপর দিকে তার পায়ের ব্যথাও বাড়তে থাকে ধীরে ধীরে। এভাবে পায়ের ব্যথা বাড়তে থাকলে বেলা ১০.৩০ মিনিটের সময় সে তার মায়ের সাথে বিষয়টা শেয়ার করে। পরে সন্দেহজনকভাবে সাপে কামড় দিয়েছে ভেবে পাশ্ববর্তী বাড়ির এক ব্যক্তির নিকট গিয়ে সাপে কামড়ের বিষ নামিয়ে আনে তার মা। ভালো হয়ে যাবে ভেবে বিষয়টিকে আর বেশি গুরুত্ব দেয়নি তার পরিবার। এদিকে সময় যায় আর ছেলেটির শরীরে চেয়ে যেতে থাকে বিষের তিব্রতা। বিষের তিব্রতায় তার অবস্থার অবনতি হলে বিকেল ০৪টার সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষনা করেন। পরে তাকে বাড়ি নিয়ে আসলে সর্প-দংশনে শিশু মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একই উপজেলার নরিংপুর গ্রামের মাইজপাড়া ভূঁইয়া বাড়ির ইসমাইল হোসেন (৪০) নামে এক ওঝা(শাপের বিষ নামায় যে) ছুটে আসে তার বাড়িতে। বহু চেষ্টার পর শিশুটিকে বাঁচাতে ব্যার্থ হয় ওই ওঝাও। পরে প্রায় রাত ১০টার সময় শিশুটি মারা গিয়েছে বলে নিশ্চিত করে সেও স্থান ত্যাগ করেন। এবং সে সাপে দংশিত ক্ষতস্থান দেখে
এদিকে বেঁচে থাকার শেষ ভরসা যখন মিথ্যে হয়ে যায়, তখনই তার মা ও বোনের কান্নায় ভারী হয়ে উঠে বাড়ির বাতাস। দুই ভাই ও এক বোনের মাঝ থেকে ছোট ভাইয়ের এ বিয়োগে আত্মচিৎকার করে কিছুক্ষণ পর পরই জ্ঞান হারাচ্ছে তার বোন। শিশুটির লাশের পাশে বসে “বাবা তুই কি আর মা বলে ডাকবি না” বলেই বুক ঝাপটিয়ে চিৎকার করছে মা।
খবর পেয়ে শিশুটিকে একনজর দেখতে আশ-পাশের গ্রাম থেকে ছুটে আসছে হাজারও মানুষ। মঙ্গলবার সকাল ৯.৩০মিনিটে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।