Daily Gazipur Online

শিক্ষক সমাজের জীবন ও মান উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তন ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক সমাজের জীবন ও মান উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক কবি মায়ারাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, সড়ক ও সেতু মন্ত্রণালয়। উদ্বোধক ছিলেন মোঃ রমজান আলী মেয়র, মানিকগঞ্জ পৌরসভা। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ট্রেজারার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন বলন কাইজি, গবেষক ও লেখক, আলহাজ্ব অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা, আইডিয়াল ইসলামি ক্যাডেট হাই স্কুল, মাজহারুল হক প্রতিষ্ঠাতা পরিচালক, ভাষা শহীদ আব্দুল জব্বার প্রতিবন্ধী বিদ্যা নিকেতন, গফরগাঁও, ময়মনসিংহ। স্বাগত বক্তব্য রাখেন সুমানা আক্তার লিলি ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, দ্বীন ইসলাম বাদল, প্রীতি সর্মা, ওয়াহিদুর রহমান, আব্দুল মান্নান, ফজলুল হক মৃধা, মোশাররফ হোসেন, নীরব হোসেন, সজিব কুমার রায়, রাবেয়া বসুরী, ইসরাত জাহান, সাইফুল ইসলাম, লুৎফর রহমান, নেহাল রঞ্জন, জাহাঙ্গীর আলম, সুমন হোসেন, আফানুর আবেদিন, এস এম দুররুল হুদা, সালমান প্রমুখ।