Daily Gazipur Online

শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হতে হবে : খাদ্যমন্ত্রী

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শিক্ষার্থীদের পুথিগত বিদ্যা না শিখিয়ে সৃজনশীল শিক্ষা দিতে হবে। এতে কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক নৈতিকতার মধ্য দিয়ে তারা এগিয়ে যাবে। সোমবার বেলা ১১ টায় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষর্থীদের উদ্যেশে খাদ্যমন্ত্রী বলেন, এসএসসি পাশ করে আনন্দে আত্মহারা হওয়ার কোন কারণ নাই। তোমরা যদি কাঙ্খিত জায়গায় পৌঁছতে না পারো মনোকষ্ট পাবে। তাই চেষ্টা করো কাঙ্খিত লক্ষ্যে পৌছতে।
অভিভাবকদের উদ্যেশে তিনি বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে দায়িত্ব শেষ না। সন্তানদের নজরদারি করতে হবে। কার সাথে মিশছে, কি করছে তা দেখতে হবে। মননশীল দরদ দিয়ে সন্তানদের মানুষ করতে হবে।
এসময় নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবি ও সীমান্ত পাবলিক স্কুলের সভাপতি লে: কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ এর সভাপিতত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার ও নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলের চেয়ারম্যান কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল সাকলাইন।
পরে প্রধান অতিথির পিইসি, জেএসি ও এসএসিতে জিপিএ-৫ পাওয়া ১৭০ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করেন।