Daily Gazipur Online

শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন ভবন দেয়া হচ্ছে—রমেশ চন্দ্র সেন

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রত্যেকটি শিশুকে পাঠদান করতে হবে। পাঠদান করলে জীবনের উন্নতি ঘটে; শিক্ষিত হলে কোন জায়গায় ঠেকে থাকবেন না। শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকটি বিদ্যালয়ের নতুন ভবন দেয়া হচ্ছে। এক কথায় লেখাপড়ার কোন বিকল্প নেই।
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দুইতলা ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও এলজিইডির তত্বাবধানে ৭০ লক্ষ ৫৫ হাজার ৪১৫ টাকা ব্যয়ে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দুইতলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে; তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে। যাতে শিক্ষার্থীরা সুন্দর ভাবে পাঠদান করতে পারে।
আমরা চাই কোন শিশু যেন শিক্ষা থেকে ঝড়ে পড়ে না যায়, প্রত্যেকটি শিশু যেন শিক্ষা গ্রহণ করে। সে জন্য অভিভাবকদের সচেতন থাকার আহŸান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলাল, জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু রায়হান প্রমুখ।