শিক্ষার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো : কামরুল হাসান রিপন

0
154
728×90 Banner

স্টাফ রিপোর্টার : গভর্নিংবডির সদস্য হয়ে রাজধানীর ঐতিহ্যবাহী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ফিরলেন কামরুল হাসান রিপন। আজ সোমবার দুপুর ১২টায় তার সাবেক এই কলেজে প্রবেশ করলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক আবদুল জব্বারসহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ফুলেল শুভেচছা জানানোর পর সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়কালে নিজের প্রিয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন পর এভাবে ফেরায় আবেগাপ্লুত হয়ে পড়েন কামরুল হাসান রিপন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী-কর্মকর্তাদের সাথে আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের মান উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা পালন করে চলেছেন। দোয়া করি নেত্রীর এই নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকুক। একজন সদস্য হিসেবে কলেজের মান উন্নয়নে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো। কলেজকে সরকারিকরণের ব্যাপারে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থান তুলে ধরবো।
সাবেক মেধাবী ছাত্রনেতা এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রিপন এসময় আরও বলেন, জামাত-শিবিরের ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারেন্স। এ বিষয়টি মাথায় রেখে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানের গরীব-মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্হা থাকবে।
ভারপ্রাপ্ত অধ্যাপক আবদুল জব্বার তার বক্তব্যের শুরুতেই কামরুল হাসান রিপনকে অভিনন্দন জানান এবং রিপনের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন শ্রেণির কর্মকর্তা করমচারীরা তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার পাশাপাশি দীর্ঘ দিন ধরে চলমান বেতন-ভাতাসহ নানান সমস্যার কথা কামরুল হাসান রিপনের কাছে তুলে ধরেন। এবং তা শুনে রিপন পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধাণের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here