হলধর দাস,নরসিংদী থেকে : শিবপুরের কামারটেক এলাকায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” প্রাঙ্গনে একাডেমির ম্যানেজিং কমিটির উদ্যোগে গত ১৭ মে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একাডেমি’র সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আমজাদ হোসেন, বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির,যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ,জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম সরকার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন প্রধান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ খুরশীদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও একাডেমির সদস্য মাসুদ মাহমুদ, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বশীর মৃধা, সুবল চন্দ্র শর্মা, বিলকিস আক্তার,সানিয়া ইসলাম জিদনী, মোঃ ওয়াহেদুল্লাহ, অভিভাবক হারুন-অর-রশীদ,যশোার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একাডেমির সদস্য,মেজবাহ্ উদ্দিন জজ, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফসানা শারমিন খান। দোয়া ও ইফতার মাহফিলে এলাকার প্রায় ৮শত লোক অংশগ্রহণ করেন।