Daily Gazipur Online

শিল্পী ডিএসইসির সহ-সভাপতি হওয়ায় জেএসএস’র অভিনন্দন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আনজুমান আরা শিল্পী ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (এসইসি)’র সহ-সভাপতি হওয়ায় জাতীয় সাংবাদিক সােসাইটির (জেএসএস) পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। নারী সাংবাদিকতার অগ্রপথিক আনজুমান আরা শিল্পীকে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল যৌথ বিবৃতিতে অভিনন্দন জানান। “জেএসএস” প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত তালিকায় আনজুমান আরা শিল্পীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সহ-সভাপতি পদের অপর প্রার্থী দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর এম এম সালাহউদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আনজুমান আরা শিল্পী এর আগে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দু’বার নির্বাহী সদস্য ছিলেন।