শীতার্তদের মাঝে জিএমপি পুলিশের কম্বল বিতরণ

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে গাজীপুর সদর থানার উদ্যোগে হতদরিদ্র শীতার্ত নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করছে।
বুধবার রাতে গাজীপুর সদর থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার,উপকমিশনারসহ জিএমপির উর্ধতন পুলিশ কর্মকর্তাগন।
এসময় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় কয়েক শতাধিক হতদরিদ্র শীতার্তদের শনাক্ত করে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, এতে করে দরিদ্র মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। পুলিশের পাশাপাশি এমনিভাবে স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দারিদ্র ও শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here