
হলধর দাস: নরসিংদীর গুণীব্যক্তিত্ব নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্যের কাদাখোঁচা শেকড় সন্ধানী লেখক,গবেষক ও ইতিহাসবিদ প্রয়াত সরকার আবুল কালাম স্মরণে ১৮ সেপ্টেম্বর(শনিবার) ভাবগম্ভীর পরিবেশে নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
প্রয়াত সরকার আবুল কালাম এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- আয়োজক কমিটির আহŸায়ক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, আয়োজক কমিটির সদস্য সচিব ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, প্রয়াত কালাম স্যারের পুত্র কাতারে অবস্থিত বাংলা এম এইচ এম স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ জুলফিকার আজাদ অপু,সাবেক শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক আতাউর রহমান ভূঞা, অধ্যাপিকা নূরজাহান বেগম, বিনোদ বিহারী সাহা, পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি প্রফেসর কালাম মাহমুদ, কালচারাল অফিসার সাহেলা খাতুন,ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা,নিখিল প্রকাশনীর সত্বাধিকারী নিখিল চন্দ্র শীল, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন,নরসিংদী বারের সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ, নরসিংদী চেম্বার এর পরিচালক আনিসুর রহমান মিয়া, অধ্যাপক নাজমুল আলম সোহাগ,সুমন ইউসুফ,জাকির হোসেন,শহীদুল হক সুমন,শাহিনুর মিয়া,কল্লোল সম্পাদক শাহআলম মিয়া,আসাদুজ্জামান খোকা,পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ সম্পাদক কবি মহসিন খোন্দকার,বিশিষ্ট আবৃতি শিল্পী অধ্যাপক জহিরুল ইসলাম মৃধা, রতন মিয়া,রায়হানা সরকার, শিক্ষক নেতা তপন কুমার আচার্য্য, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
সভাপতির ভাষণে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, প্রয়াত সরকার আবুল কালাম এর রচিত পুস্তকসমূহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরীতে রাখলে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রদানের মাধ্যমে তাঁর প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন প্রজন্মকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,মোহাম্মদ সাদেকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোতাহার হোসেন অনিক।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫টায় নরসিংদীর সাটিরপাড়াস্থ নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, বহু আত্মীয়-স্বজন, শীর্ষ ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।






