Daily Gazipur Online

শোক সংবাদ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও ম্যানজোর, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য এএসএম ফারুক গত ১৬ সেপ্টেম্বর, ২০২০ বুধবার রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি ১৯৬৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত মোহামেডান স্পোর্টিং লিমিটেড এর ক্রিকেট দলের হয়ে খেলেছেন এবং বর্তমান সময়ে ক্লাবের ক্রিকেট সংক্রান্ত সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি অত্র ক্লাবের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৬৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত । তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লীগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামডোন। ১৯৭৭ সালের জানুয়ারিতে ঢাকায় এমসিসির বিপক্ষে যে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ, ঐতিহাসিক সেই ম্যাচে খেলেছিলেন তিনি। এছাড়াও ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার। ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালনও করেন তিনি।