Daily Gazipur Online

শোক সংবাদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর স্থায়ী সদস্য, ক্রিকেট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর সহ-সভাপতি এবং মডেলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উজ জামান এর মাতা মাকসুদা বেগম ০৭ জুলাই’ ২০১৯ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় বার্ধক্যজণিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহে ………. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মাকসুদা বেগম এর অকাল মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য, কর্মচারীবৃন্দসহ সকলেই গভীরভারে শোকাহত।
আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।