Daily Gazipur Online

শোক সভা

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রয়াত সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুর স্বরন সভা বৃহস্পতিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৫, বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ( খোকন)। স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ ইনসুর আলী। প্রচার সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোঃ আরজু আহমেদ, হারুন অর রশীদ, সাইদুর রহমান রাজা, মোরশেদ আলী প্রমুখ। বক্তরা বলেন, আনোয়ার হোসেন আনু ছিলেন শ্রমিক অধিকার প্রতিষ্ঠার একজন সাহসী যোদ্ধা। বক্তারা মরহুমের বিদেহী আত্বার মাখফিরাত কামনা করেন।