শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে আজও বঞ্চিত….. ফিরোজ মোহাম্মদ লিটন

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ১ মে শনিবার সকাল ১০ সকাল.৩০ ঘটিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ মাহফুজুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোঃ নাসিরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)’র চেয়ারম্যান জননেতা ফিরোজ মোহাম্মদ লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দলের মহাসচিব আহমেদুর রহমান।
বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মিসেস মুসলিমা আমীন, মোঃ আতিকুর রহমান আতিক, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, জাহাঙ্গীরুল আলম, যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, শ্রম শিল্প বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা কিবরিয়া আক্তার সুমি, কেন্দ্রীয় নেতা মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক দলের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হেলাল উদ্দিন, মোঃ দুলাল হোসেন, শ্রমিক নেত্রী মিসেস পলি আক্তার, মামুনুর রশিদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, ১৮৮৬ সালে অ্যামেরিকার সিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করলে শ্রমিকদের গুলিকরে হত্যা করা হয়। আজও শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আজও অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এবং তা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। গত ১৭ এপ্রিল চট্টগ্রাম বাশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত ৬জন শ্রমিক তাদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে জীবন দিতে হয়েছে।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, এ কথা আজও অত্যান্ত স্পষ্ট যে, মানবরচিত কোন মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করা উচিত। শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কল-কারখানাও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় শ্রমিকরা শোষন-জুলুমের স্বীকার হচ্ছে। তাই প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের নির্যাতীত-বঞ্চিত শ্রমিক সমাজের পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব আহমেদ রহমান বলেন, শ্রমিকের ঘামের বিনিময় দেশের উন্নয়ন আজ সর্বদা সমাজ-রাষ্ট্র উপেক্ষিত, অবহেলিত সুবিধাবঞ্চিত। কালের আবর্তনে তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনের আন্দোলনে শ্রমজীবী মানুষের পাশে থাকবে প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দল। তিনি সর্বস্তরে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here