শ্রমিক-কর্মচারীদের ৬ মে এর মধ্যে বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদানের দাবী

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভায় শ্রমিক-কর্মচারীদের ৬ মে এর মধ্যে বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।
করোনাকালীন সময়ের চট্টগ্রাম বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। একই সাথে রানা প্লাজা,তাজরিন ফ্যাশনসহ সকল শ্রমিক হত্যার বিচার দাবী করেন।
শ্রমিক নেতা এএএম ফয়েজ হোসেনের সভাপতিত্বে শ্রমিক নেতা বাচ্চু মিয়ার পরিচালনায় সকল ১০ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আঃ গফুর মিয়া,কমরেড হামিদুর রহমান, কমরেড বদরুল আলম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সম্পাদক জায়েদ ইকবাল খান, মোঃ হযরত আলী মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বক্তব্য বলেন, মহান মে দিবসে শ্রমিকদের আত্মাত্যাগ এর ফলে ১৩৫ বছর পরও শ্রমিকদের মুক্তি অর্জিত হয়নি। তারা আগামী ৬ মে এর মধ্যে শ্রমিক- কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য আহবান জানান।
আলোচনা উত্থাপিত অন্যান্য দাবী সমূহ নিম্নরুপঃ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করা, শ্রম আইনের সংশোধন করে যুগোপযোগী করা, শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রম আইনের কোন ধারা সাময়িক স্থগিত করার প্রথা চালু করা যাবে না, শ্রমিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here