Daily Gazipur Online

শ্রীপুরে নিরাপদ সড়ক চাই’র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক:গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই’র (নিসচা) নতুন কমিটি গঠন উপলক্ষে ‘নিরাপদ সড়ক গঠনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও সাধারণ সম্মেলন ২০২০ গত ৯ অক্টোবর বিকেলে টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবু ও উপজেলা শাখা নিসচার সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন শামীম। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সুষ্ঠ যান চলাচল নিশ্চিত করার জন্যে বিদ্যমান ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। এই বিষয়ে সকলকে সচেতন করতে হবে।চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৭ বছর যাবৎ নিসচা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়াতে কাজ করছে। বর্তমানে নিরাপদ সড়ক চাই একটি সফল সামাজিক সংগঠনের নাম। নিসচার দাবি প্রেক্ষিতে সরকার ২০১৭ সালে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করেছে। ফলে এই দিবসটি পালনে সরকারি বিভিন্ন কর্মসূচির সাথে নিসচা নানা ধরণের কর্মসূচি পালন করে আসছে। উল্লেখ্য যে, ১৯৯৩ সালে ২২ অক্টোবর চট্টগ্রামের অদূরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। যার ফলে সূচনা হয় নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের। পরবর্তীতে ৯৩ সালের ১ ডিসেম্বর জনকল্যাণমুখী সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক সমকাল গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, নিসচা শ্রীপুর উপজেলা শাখা সাবেক প্রচার সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অধ্যাপক মোঃ হাফিজুর রহমান তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলাইমান হক রিপন, তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হযরত আলী জয়, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার ইসলাম সুমন প্রমুখ।