শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

0
234
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ জেলা পুলিশ বিশেষ শাখায় কর্মরত ছিল। নিহত নজরুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া গ্রামের বরকত প্রামাণিকের ছেলে।
শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালক আব্দুল জলিল হাসানকে আটক করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করে বাসযোগে যাওয়ার সময় মাওনা চৌরাস্তায় কোন কারণে নামেন কনস্টেবল নজরুল। এসময় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় এ কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত পুলিশ সদস্য কি কারণে শ্রীপুরের মাওনায় এসেছিলেন তা জানাতে পারেন নি পুলিশের ওই কর্মকর্তা। নিহত পুলিশ সদস্যের সাথে থাকা ডিউটি পাশের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে টঙ্গীতে এসেছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here