
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর হইতে ০৪ মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী আতিকুল(২৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১।
আজ ১৬ অক্টোবর বিকেলে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাশেমপুর বাজার এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাশেমপুর বাজার সাকিনস্থ ফারুক মিয়ার চায়ের দোকানের সামনে জৈনা বাজার-কাওরাইদ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আতিকুল(২৫), পিতা-মোঃ কুদ্দুস ডালী, মাতা-মোসাঃ ছায়াতুন নেছা, সাং-পশ্চিম সোনাবর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে সর্বমোট ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গাজীপুরের অন্যতম ইয়াবা ব্যবসায়ী তার নামে গাজীপুর জেলার বিভিন্ন থানায় প্রায় ১০/১২ টি মামলা রয়েছে, যার মধ্যে সে ০৪টি মামলার ওয়ারেন্ট ভ‚ক্ত পলাতক আসামী। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
