Daily Gazipur Online

ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে” বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি

বক্ত্যব রাখছেস টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,

অলিদুর রহমান অলি: গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশনার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁর নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ১৬ বছর ধরে আমরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। দলকে শক্তিশালী রাখতে হলে আমাদের সংগঠিত ও সজাগ থাকতে হবে। ভবিষ্যতে যেন কেউ আমাদের দুর্বলতা কাজে করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি

শুক্রবার (১৬ মে) বিকালে টঙ্গীর মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর আছিল মোরগ সমবায় সংগঠনের উদ্যোগ ১৪ টি দল এ খেলায় অংশ গ্রহণ করে। শেষ পর্যন্ত গাজীপুর মহানগর ‘আছিল মোরগ সমবায় সংগঠন’ ও বগুড়ার ‘সিটি আছিল ক্লাব’ ফাইনালে পৌঁছে । চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়ী হয় বগুড়া সিটি আছিল ক্লাব।
গাজীপুর মহানগর আছিল মোরগ সমবায় সংগঠনের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী সহ প্রমূখ।
রাজনৈতিক পরিবেশের মধ্যে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।