Daily Gazipur Online

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম তুলতে ভিড়

ডেইলি গাজীপুর প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আজ থেকে ফরম বিক্রি শুরু করছে দলটি।
সকাল ১০টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) এই ফরম বিক্রির উদ্বোধন করতে যাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরই মধ্যে সকাল থেকে ফরম বিক্রির জন্য নির্ধারিত কার্যালয়ের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে মনোনয়নপ্রত্যাশীদের।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম ক্রয় করতে জমা দিতে হবে ৩০ হাজার টাকা। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের দফতর সূত্র জানিয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী, প্রতি ৬ আসনে একজন করে সংরক্ষিত মহিলা এমপি নির্বাচিত করার বিধান রয়েছে।
৪৩টি আসনের বিপরীতে প্রায় ৫০০ নারী নেত্রী তুলে ধরছেন দলের জন্য নিজের নানা অবদান, ত্যাগ, তিতিক্ষার বর্ণনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২৫৭টি। সে হিসেবে আওয়ামী লীগ সংরক্ষিত আসন পায় ৪৩টি আসন। জাতীয় পার্টি ২২ এমপির বিপরীতে আসন পায় ৪টি।
মহাজোটের অন্যান্য দলের ৬টি বা তার বেশি আসন না পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত আসনে মহিলা এমপির মনোনয়ন দিতে পারবেন না।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন।