Daily Gazipur Online

সকলকে ঘরে থাকার আহবান –মেহের আফরোজ চুমকি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের মানুষকে ঘরে থাকার আহবান করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল মঙ্গলবার টঙ্গীর পূবাইল আপন ভুবন পিকনিক স্পোর্ট মিলনায়তনে পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গুলজার হোসেন মৃধা টুটুলের পরিচালনায় লকডাউনে থাকা নিম্ন আয়ের ৭শ’ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী মাস্ক, হ্যান্ডসেনিটেশন, চিকিৎসা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার সময় এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আপন ভুবন পিকনিক স্পোর্ট ব্যবস্থাপনা পরিচালক লায়লা কানিজ লাকী, আওয়ামীলীগ নেতা শেখ তোফায়েল হোসেন অপু, আলমগীর হোসেন খান, বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাস্টার, যুবলীগ নেতা আব্দুল আলীম, আরাফাত হোসেন মোল্লা মিরাজ, শাহিনুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ। এ সময় পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে মানুষের কাজকাম আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে ৭শ’ পরিবারের মাঝে পবিত্র ঈদকে সামনে রেখে সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমি আশা রাখবো আমার মতো যার যতটুকু সাধ্য আছে সবাই যার যার মতো নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।