Daily Gazipur Online

সদরঘাট থানা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): সদরঘাট থানা আওয়ামী লীগের উদ্যোগে গত ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার কদমতলী জাহাঙ্গীর মার্কেটস্থ কার্যালয়ে আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সম্পাদক এম সালাউদ্দিনের সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বদিউর আলম, থানা কমিটির সহ সভাপতি হাজী শওকত আলী, হাজী মনির আহমদ, মুজিবুর রহমান পেয়রু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, হাবীবুর রহমান, হাজী দানু মিয়া, পঙ্কজ বৈদ্য (সুজন), বিমলেন্দু দাশ, নুরুল আবছার, শামশুল হুদা মিন্টু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সাবেক কাউন্সিলর আলী বক্স, জহির আহমেদ চৌধুরী, এম সালাউদ্দিন সহ থানা কমিটির সম্মানিত সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ।
প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আসন্ন চসিক নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহŸান জানান। প্রধান বক্তা আ.জ.ম নাছির উদ্দিন দীর্ঘ বক্তৃতায় বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। তিনি আরো বলেন, তবে এক দিনেই আমরা বিজয় অর্জন করিনি। এর পেছনে রয়েছে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেই শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এ বিজয় মাসে আমাদের শপথ নিতে হবে আগামী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের অবশ্যই বিজয় ছিনিয়ে আনতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রোজউল করিম চৌধুরী। তিনি বলেন, বিজয়ের মাসে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। সকলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন চসিক নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে সকলের প্রতি আহŸান জানান। পরিশেষে সভাপতির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী বলেন, ২০২০ সালে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী হওয়া স্বত্তে¡ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশের বিপুল উন্নয়নমূলক কর্মকান্ড এবং স্বতঃস্ফূর্তভাবে মুজিব শতবার্ষিকী উদযাপন ও পরিসমাপ্তির জন্য সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে তাঁর বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।