Daily Gazipur Online

সব কর্মকর্তাকে মোবাইল সচল রাখার নির্দেশ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু মন্ত্রণালয় ও এর অধীনন্থ দফতরের অফিস খোলা রাখা যাবে। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে মোবাইল ফোন সচল রাখার জন্য এবং যুগ্ম সচিবপর্যায়ের কর্মকর্তাদের তাদের নিজ নিজ অনুবিভাগ প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৃষ্ট কোভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক সাধারণ ছুটির মেয়াদ সময়ে সময়ে বৃদ্ধি করা হলেও এ মন্ত্রণালয়ের কাজের ধরন ও পরিধি অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলমান আছে এবং সীমিত আকারে সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে আসছেন। এমতাবস্থায় কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবজনিত মহামারি সময়কালীন দাপ্তরিক কাজ কর্ম সঠিকভাবে সম্পাদন করার নিমিত্তে সব কর্মকর্তাকে মোবাইল ফোন সচল রাখার জন্য এবং যুগ্ম সচিবপর্যায়ের কর্মকর্তাদের তাদের নিজ নিজ অনুবিভাগ প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগমে আরও কড়াকড়ি আরোপ করে গত বৃহস্পতিবার নতুন ছুটির ঘোষণা দিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।