Daily Gazipur Online

সরকারের একাংশ শিক্ষা-অর্থনীতি ধ্বংস করছে- মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন সরকারের একাংশ শিক্ষা-অর্থনীতি ও ধর্ম-মানবতা ধ্বংস করছে। এরা সরকারের ভেতরে থেকে সরকারের এবং দেশের ক্ষতি করলেও রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
১৪ই ফেব্রুয়ারী সকাল ১০টায় অনুষ্ঠিত ‘সরকারের মধ্যে ষড়যন্ত্রকারী বনাম উত্তরণকথা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী আরো বলেন- নীতি-আদর্শ সব জলাঞ্জলী দিয়ে বর্তমান সরকারের রাজনৈতিক-প্রশাসনিক মহল লোভে ভেসে যাচ্ছে। ছাত্র-যুব-জনতার অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে। এদেরকে চিহ্নিত করার মধ্য দিয়ে আমজনতা নতুনধারার রাজনীতির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে আগামী দিনগুলোতে।