Daily Gazipur Online

সরকারে-আওয়ামী লীগে যুদ্ধাপরাধীদের ছড়াছড়ি : মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারে-আওয়ামী লীগে যুদ্ধাপরাধীদের ছড়াছড়ি। এদের কারণে আজ দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। দেশের অর্থনীতিকে ক্রমশ সমস্যাক্রান্ত করলেও শুধুমাত্র আখের গোছানোর জন্য আওয়ামী লীগের একাংশ এদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় আনা না হলে নতুনধারার রাজনীতিকগণ কঠোর আন্দোলনের ডাক দেবে, সেই আন্দোলন হবে বাংলাদেশেেক যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার জন্য। ২৩ আগস্ট বিকেল ৪ টায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ঢাকা মহানগর উত্তর কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ঢাকা মহানগর উত্তর নতুনধারা বাংলাদেশ এনডিবির যুগ্ম আহবায়ক শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূর হাসান চৌধুরী, রবিউল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।