Daily Gazipur Online

সরকার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নিরলসভাবে কাজ করছে……..এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সম্ভব সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে।” তিনি বলেন- ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা গ্রামীণ জীবনে তৃণমূল মানুষের অন্যতম চালিকাশক্তি। এদের কাজে লাগতে পারলে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সফলতা অর্জন সম্ভব”- তিনি গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বাইসস চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার মিলনের সভাপতিত্বে আয়েজিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকিব আজাদ। এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন জামাল প্রমুখ। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর তৃণমূল পর্যায়ের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ ফোরকান উদ্দিন, হাজী বুলবুল আহম্মেদ ও ফেরদৌস আলীসহ অনেকে।
আলোচনা সভায় প্রধান আলোচক জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, “বাইসস একটি পুরোনো সংগঠন এদের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন সম্ভব। একারণে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ইউপি সদস্যদের কাজে লাগাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” বাইসস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, দেশের তৃণমূলের ৫৫ হাজার নির্বাচিত সদস্যদের নিয়ে আমরা কাজ করছি। এদের মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” বাইসস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকিব আজাদ বলেন, ইউনিয়ন পরিষদের বিদ্যমান আইন কার্যকর হলে দেশের সর্বত্র ইউপি সদস্যদের মাধ্যমে গতিশীল উন্নয়ন সম্ভব।”
বাইসস চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন বলেন, আমরা দেশের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আমাদের লক্ষ্য সরকারের গতিশীল উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিভাবে কাজ করা। সেই লক্ষ্য অর্জনেই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে নিয়ে আমরা আমাদের এ কার্যক্রম অব্যাহত ভাবে করে যাচ্ছি।”