Daily Gazipur Online

সর্বদলীয় ছাত্রঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেহাদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ১০ অক্টোবর বিকাল ৪ টায় জেহাদ দিবস ও সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হক প্রধান।বক্তব্য রাখেন ডাঃ মুশতাক হোসেন, বজলুর রশিদ ফিরোজ, আবদুল্লা হিল কাফি রতন, রাগিব আহসান মুন্না, বেল্লাল চৌধুরী, জায়েদ ইকবাল খান, রাজু আহমেদ, নজরুল কবির, একরামুল হক, রবিন আহসান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা সিরাজ্জুম মুনীর ও মুখলেছউদ্দিন শাহীন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ও সাবেক রাজপথের সহযোদ্ধাদের পরিচয় করিয়ে দেন ৯০’র সাবেক ছাত্রনেতা জনাব শফি আহমেদ।
এছাড়াও শহীদ জেহাদের লাশ পুলিশের কাছ থেকে ছিনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে আসা সাহসী ছাত্রনেতাদের মধ্যে মিন্টু আনোয়ার, মোহাম্মদ মোহসীন প্রমুখ উপস্থিত থেকে স্মৃতি রোমন্থন করেন।
এ সময় বক্তারা গণতন্ত্রের লড়াইয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।