Daily Gazipur Online

সলঙ্গায় ফেন্সিডিল সহ এক নারী আটক

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে ৭৮বোতল ফেনসিডিলসহ একজন নারীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫-সেপ্টেম্বর) দুপুরে সাতটিকরী তালতলা নামক স্থানে ঢাকা-নাটোর গামী একটি বাসে অভিযান পরিচালনা করে ৭৮বোতল ফেন্সিডিলসহ আকলিমা বেগম (৪৫) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটক কৃত নারী রাজশাহী জেলার চারঘাট থানার সিপাহীপাড়ার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকারের নির্দেশনা হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী প্রধান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৭৮বোতল ফেন্সিডিলসহ আকলিমা বেগমকে আটক করা হয়েছে।