সাংবাদিকদের ওপর হামলা বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা ও ক্ষোভ

0
74
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় প্রেস ক্লাবের সামনে খবর সংগ্রহের সময় দৈনিক মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হাসিব প্রান্থকে মারধর করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন,জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। তারা শুধু হামলাই করেনি হামলাকারীরা দুই সাংবাদিকের তিনটি মোবাইলফোন, মাইক্রোফোন ও মানিব্যাগও ছিনিয়ে নিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here