Daily Gazipur Online

সাংবাদিকের উপর হত্যার হুমকির প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে নবীনগরের কৃতি সন্তান জাবেদ রহিম বিজনের উপর হত্যার হুমকির প্রতিবাদে সাধারণ সভায় নিন্দা প্রস্তাব,মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ পরিষদ সভায় নিন্দা প্রস্তাব ও সভা শেষে প্রেসক্লাব সম্মুখ রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিকরা। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এ কর্মসূচী পালনকালে সাংবাদিকরা বলেন,সত্য রির্পোট প্রকাশ করতে মানবজমিন এর সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজনের উপর আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের পক্ষে ফেসবুকের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি এবং বিজনের হাত-পা কেটে ফেলাসহ হত্যার হুমকীতে সাংবাদিক সমাজ স্তম্বিত। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ারী উচ্চারন করা হয়। বক্তব্য রাখেন, আবু কামাল খন্দকার,আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, সাইদুল আলম সোরাফ, মোস্তাক আহম্মদ উজ্জ্বল, কামরুল ইসলাম, গোলাম মোস্তফা, আমজাদ হোসেন, পিয়াল হাসান রিয়াজ, শফিকুল ইসলাম বাদল, জহিরুল ইসলাম বুলবুল প্রমূখ।