Daily Gazipur Online

সাপাহারে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ১৭ মে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।
সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, সহ-সভাপতি মোতাহার হোসেন, আব্দুল খালেক, যুগ্ন সাধারন সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য সহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।