Daily Gazipur Online

সাপাহারে প্রেমের বাল্য বিয়েতে ভ্রাম্যমান আদালতে মায়ের জেল জরিমান

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কোটের মাধ্যমে প্রেমের বাল্য বিবাহ হওয়া অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করতে আসলে মেয়ের মাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিলনা ইউনিয়নের বাদদোয়াশ গ্রামের এনামুল হকের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে প্রেম করে কোটের মাধ্যমে বিয়ে করলে সেই বিয়ের অনুষ্ঠানের বউ ভাতের আয়োজনের দিনক্ষণ ঠিক করতে আসে ছেলে পক্ষের লোক এমন সংবাদ পেলে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে হাজির হয়। প্রশাসন ঘটনা স্থলে হাজির হলে ছেলে পক্ষ মেয়ে পক্ষের লোকজন ও বর বউ পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে মেয়ের মা শেফলী কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।
এবং ১৮ ববছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে ছেলের সাথে কোন প্রকার যোগাযোগ করতে দিবে না বলে স্ট্যাম্পে বন্ড দেয় মেয়ের মা। যদি আইন ভঙ্গ করে তাহলে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আদালদ পরিচালনাকারী মেজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী মেজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।