সাপাহারে বসত বাড়িতে হামলা ভাংচুরে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0
142
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার আলীনগর করঞ্জবাড়ি গ্রামে প্রতিবেশি কর্তৃক বাড়িতে ও কলঘরায় হামলায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর স্থানীয় নেতাকর্মী ও গ্রামের মাতাব্বর নিয়ে জায়গাজমির সালিশে বসলে স্থানীয় নেতা কর্মী ও গ্রাম্য মাতাব্বররা সালিশে রায় দিতে না পারলে আলীনগর করঞ্জবাড়ি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলামের বাড়ি ঘরে ও কল ঘরাতে একই গ্রামের প্রতিবেশি আঃ হামিদ এর ছেলে শামসুল আলম, নুরজামাল, মোকসেদুল, একই গ্রামের করমতুল্লাহ এর ছেলে রেজাউল করিম, সাহাজুল, আঃ মজিদ, রেজাউলের ছেলে জাকারিয়া, আঃ মজিদ এর ছেলে দেলোয়ার, শের মোহাম্মদের ছেল আঃ রহমান,ইউনুস এর ছেলে বয়েজ উদ্দীন সহ আরো অনেকে হামলা চালিয়ে আমিনুল ইসলামের ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠ বিচারের দাবীতে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই জানান, অভিযোগের পেক্ষিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here