সাপাহারে সমাজ সেবক আব্দুল বারী শাহ্ চৌধুরীর মাস্ক বিতরণ

0
162
728×90 Banner

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিশিষ্ট সমাজ সেবক, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল বারী শাহ্ চৌধুরী (বাবু)’র ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সামাজিক সংগঠন আলাদিপুর-হরিপুর তরুণ প্রজন্মের সদস্যদের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৬ টি ইউনিয়নে গ্রামে গ্রামে গিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসেবে প্রথম পর্যায়ে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, গ্রামে গ্রামে গিয়ে মানুষকে করোনা ভাইরাসের সংক্রমন বিস্তার রোধে করনীয় সম্পর্কে সচেতন করা সহ বিশিষ্ট সামাজ সেবক ও আ’লীগ নেতা বারী শাহ্ চৌধুরীর সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণে সহযোগীতা করছেন তারা।
এব্যাপারে আব্দুল বারী শাহ্ চৌধুরী বাবু বলেন, বর্তমান দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ব্যাপক বিস্তার রোধে সাধারন মানুষের সুরক্ষার কথা ভেবে মাস্ক বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে আব্দুল বারী শাহ্ চৌধুরী বাবু’র নিজ অর্থায়ানে কর্মহীন অসহায় ২ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here