Daily Gazipur Online

সাপাহারে ১৫০ জন ভিক্ষুক ও ক্ষুধার্তকে দুপুরের খাবার দিলেন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করে ১৫০ জন ভিক্ষুক ও ক্ষুধার্ত মানুষকে দুপুরের খাবার দিলেন নতুন যাত্রা শুরু হওয়া সামাজিক সংগঠন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন নামের সংগঠনটি।
শুক্রবার জুম্মার নামাজ শেষে খাবারের বস্তা নিয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ছুটে গিয়ে ভিক্ষুক ও ক্ষুধার্তদের হাতে দুপুরের খাবার তুলে দেন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন নামের সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনের সদস্য মারুফ, তাসনিম, রাজ, বুলবুল, অয়ন, সিফাত, আপন, মাশরাফি সহ প্রায় ২০/৩০ জন মিলে নিজ অর্থায়নে এই মহুতি উদ্যোগটি গ্রহণ করেন এবং প্রথম দিন ১৫০ জন ক্ষুধার্তকে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম চালু করেন
সংগঠনটির সদস্যরা বলেন, আমরা ধারাবাহিক ভাবে প্রতিমাসে ১০০ জন দরিদ্র মানুষকে এক বেলা পেট ভরে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করবো তার সাথে এতিমদের খাতা কলম, কোরআন শরীফ এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করবো।