Daily Gazipur Online

সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মাসুদ রানা পলক,ঠাকুগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুরে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে হরিপুরে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই গ্রামের একরামুলের ছেলে। তিনি রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
মৃত্যু রিপনের বাবা বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় সহপাঠীদের সঙ্গে মাছ ধরতে মাঠে যায় রিপন। সড়ক থেকে পানিতে নামার সময় রিপনকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তাৎক্ষণিক সঙ্গে থাকা সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের কাছে নেয়ার পরামর্শ দেয় ওঝা। তাকে হরিপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, সাপের কামড়ে রিপনের মৃত্যু হয়েছে। রিপনের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।