Daily Gazipur Online

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করেন উত্তেজিত জনতা।
এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল উত্তেজিত জনতা হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় তারা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতর প্রবেশ করে। তবে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর করে। এর আগে উত্তেজিত জনতা প্রতিমন্ত্রীর বাসভবনের পাশে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল ভাঙচুর করে।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম মোবাইল ফোন রিসিভ করেননি।