Daily Gazipur Online

সার্জেন্ট জহুরুল হক একজন স্বাধীনচেতা দেশপ্রেনিক মানুষ ছিলেন ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সার্জেন্ট জহুরুল হক একজন স্বাধীনচেতা দেশপ্রেনিক মানুষ ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি নিহত হন। তাঁর এই হত্যাকান্ডকে কেন্দ্র করে আইয়ুব বিরোধী গণ-আন্দোলন আরো গতি লাভ করে। ব্যাপক গণবিক্ষোভের মুখে ২৫ মার্চ তারিখে আইয়ুব সরকারের পতন ঘটে। এই গণ-আন্দোলনের পথ ধরে পরবর্তীতে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। সার্জেন্ট জহুরুল হক বেঁচে থাকবেন চিরদিন বাঙালির হৃদয়ে। খেলাধুলা ও ছবি আকাঁসহ সৃজনশীল কর্মকান্ডে তিনি দক্ষ ছিলেন।
সার্জেন্ট (অবঃ) জহুরুল হক এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি সকালে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট মোঃ হারুন-অর-রশিদ। আলোচনায় অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, লোক শক্তি পার্টির সভাপতি সাহিকুল আলম টিটু, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি মোঃ আলী বাদল, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফারজানা ইয়াসমিন মনি ও দপ্তর সম্পাদক কামাল হোসেন।