Daily Gazipur Online

সিরাজগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য ঘুরি উৎসব আয়োজিত

আবির হোসাইন শাহীন: সিরাজগঞ্জে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ ও ইসাবলা ফাউন্ডেশন উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য ঘুরি উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর তীরে হার্ড পয়েন্ট এলাকায় এ ঘুড়ি উৎসবে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিল। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ঘুড়ি উৎসবে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীরা অংশ নেয়। এর আগে সকালে শিশুদের মধ্যে ঘুড়ি আঁকানো প্রতিযোগিতা ও বেলা ১১টা থেকে সব বয়সীদের মধ্যে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, আঞ্জুমান-ই মফিদুলের প্রতিনিধি, সাইদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু উপস্থিত ছিলেন।