সিরাজগঞ্জে শিশু ধর্ষনের দায়ে যুবকের মৃত্যুদন্ড

0
177
728×90 Banner

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ঋতু খাতুন (৮) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করার দায়ে নূর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অপহরণের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদন্ডও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক। দন্ডপ্রাপ্ত নূর ইসলাম সদর উপজেলার শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নূর ইসলাম তার প্রতিবেশী নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে নিজ বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পূর্ব পাশে পটল ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন সকালে ওই ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার সদর থানা পুলিশ। এ ঘটনায় ঋতুর মা মোছা. কহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘদিন শুনানি শেষে আদালত গতকাল মঙ্গলবার এ রায় দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here