আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছ থানা পুলিশ। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে।
জানা যায়, গত রোববার রাতে পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার ,এস আই গোলজার হোসেন, এস আই নুরুল হুদা, এস আই আসাদুজ্জামান ,এ এস আই আমজাদ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মোঃ মাহিদুল(২৭) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে। জানা যায়, মোঃ মাহিদুল পৌর এলাকার দ্বারিয়াপুর নতুন পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র।আসামীকে উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।