Daily Gazipur Online

সিসিএস লোনের নামে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের মরণ ফাঁদ বন্ধের দাবি

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রেলওয়ে সমবায় ঋণদান সমিতি (সিসিএস) লোনের নামে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের জন্য মরণ ফাঁদ হয়ে দেখা দিয়েছে। অবিলম্বে রেলওয়ে সমবায় ঋণদান সমিতির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
আজ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির মোঃ মনিরুজ্জামান মনির।
প্রেস বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মনির বলেন, “রেলওয়ে সমবায় ঋণদান সমিতি বাংলাদেশ রেলওয়ের কোন প্রতিষ্ঠান না হয়েও অবৈধভাবে সুযোগ সুবিধা পাচ্ছে। রেলওয়ের শ্রমিক কর্মচারীরা ঋনের জন্য আবেদন করলে সেই ঋন পাওয়ার আগেই বেতন থেকে টাকা কাটা হচ্ছে। ঋনের নামে রেলওয়ের গরীব এসব কর্মচারীদের টাকা প্রাপ্তি স্বীকার ছাড়াই তুলে নিচ্ছে একটি চক্র। ৩ মাস পূর্বে পারিবারিক প্রয়োজনে রেলওয়ে পূর্বাঞ্চলের অফিস সহকারী কামরুন নাহার ঋণের জন্য আবেদন করেন। কিন্তু তার অগোচরে তার নামে বরাদ্দকৃত ঋণের সাড়ে ৩ লাখ টাকা কে বা কারা তুলে নেন। অথচ সেই ঋনের টাকা কামরুন নাহারের বেতন থেকে কর্তৃন করা হচ্ছে। এ ব্যাপারে সমিতি কাছে অভিযোগ করে কোন সুরাহা হয়নি।”
তিনি আরো বলেন, “সিসিএস লোন নিতে রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ১৫-২০ হাজার টাকা ঘুষ দিতে হয়। সমিতির প্রায় ৩২ জন কর্মচারী রেলওয়েতে চাকরি না করেও রেলওয়ে বাসা ব্যবহারসহ রেলওয়ের সব সুযোগ-সুবিধা ভোগ করছে। অথচ রেলওয়ে শ্রমিক-কর্মচারীরা বাসা পাচ্ছে না।”
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি আরো বলেন, “সিসিএস এর চক্রবৃদ্ধি সুদের কারণে রেলওয়ে অনেক গরীব শ্রমিক-কর্মচারী আজ পথে বসেছে। ঋণ নিয়ে তাদের উপকারের চেয়ে আরো বেশি ক্ষতি হয়েছে। রেলওয়ে সমবায় ঋণদান সমিতি (সিসিএস) রেল শ্রমিকদের সহায়তার নামে শোষণ করছে। অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের রক্ত চোষা এই সমিতি বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িত সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”