ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ২৭ মে ২০১৯ নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এক বিবৃতিতে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ২৬ মে উপজেলার কামদেবপুর গ্রামের বাংলাদেশী যুবক আলম হোসেন (৪০) কে হত্যার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৯ সালে শুরু থেকে এ পর্যন্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০০০-২০১৮ পর্যন্ত ১৮ বছরে দেড় হাজারের অধিক বাংলাদেশের নাগরিক সীমান্তে হত্যার ধারাবাহিকতায় এই হত্যা। যা খুবই নিন্দনীয়। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের সরকার এবং বিবেকবানদের নির্বাক থাকা সন্দেহজনক ও হতাশাব্যঞ্জক। বারবার সীমান্ত হত্যা, সার্বভৌমত্বের লংঘন আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অবহেলার সামিল। জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত শ্রদ্ধা ও সম্মান করে না। যা মুক্তিযুদ্ধের অর্জনকে ভুলুন্ঠিত করছে। তিনি বলেন সীমান্ত হত্যা বন্ধ হবে না যদি ফেলানী হত্যার বিচার না হয়। সীমান্ত হত্যা এবং সার্বভৌমত্ব লংঘনের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক জনগণকে হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে মোহাম্মদ শামসুদ্দীন বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরুর উপর বর্বরোচিত হামলা ও তাঁকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, স্বৈরতান্ত্রিক সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখার অপকৌশলের অংশ হল নুরু উপর এ পৈশাচিক হামলা।