Daily Gazipur Online

‘সুইজারল্যান্ড’ নাটকে রিয়াজ-অপি

ডেইলি গাজীপুর বিনোদন: আসছে ঈদের জন্য একটি খÐ নাটকে অভিনয় করেছেন রিয়াজ। এতে তার বিপরীতে আছেন অপি করিম। নাটকটি প্রসঙ্গে রিয়াজ বলেন, আসছে ঈদে অপি করিম আর আমার অভিনীত একটি খÐ নাটক দর্শকরা দেখতে পাবেন। মাসুম শাহরিয়ারের রচনায় এ নাটকের নাম ‘সুইজারল্যান্ড’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন নাইমা আলম মাহা, মিলি বাশার, আজম খান, মোশাররফ প্রমুখ। নাটকটি এনটিভিতে প্রচার হবে।