
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান ১৮৬০-এর ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রমে এ কারাদণ্ড দেন।
জানা যায়, ঘটনার দিন বিকেল সোয়া ৪টায় পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বরুলিয়া গ্রামের কবির হোসেনের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরা কালে খনেশ্বর গ্রামের নুরে আলমের পুত্র শাহাদাত হোসেন (১৮) তার গতিপথ রোধ করে কু-প্রস্তাব দেয়। শাহাদাতের কু-প্রস্তাবে রাজি না হয়ে ওই ছাত্রী দ্রুত বাড়ি ফিরে বিষয়টি তার অভিভাবকদের জানায়। তার কিছুক্ষন পর বখাটে শাহাদাত ছাত্রীর বাড়ির সামনে এসে অশ্লীল ও উত্যক্তমূলক বাক্য ব্যবহার করে।
ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য ভূষন চন্দ্র দে অবহিত হয়ে শাহরাস্তি মডেল থানাকে জানান। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ এলাকাবাসীর সহযোগিতায় শাহাদাতকে আটক করে ভ্রাম্যমান আদালতে সপর্দ করেন।
