স্বদেশ প্রত্যাবর্তন;আঁধার থেকে আলো

0
430
728×90 Banner

কামরুল ইসলাম

লেলিন বসে ছিল সুদূর জার্মানিতে
রাশিয়ানরা জানতো লেলিন ফিরবেন
নেলসন ম্যান্ডেলা বন্দি ছিল নির্জন দ্বীপে
আফ্রিকানরা জানতো
ম্যান্ডেলার জীবননাশের শঙ্কা নেই
ম্যান্ডেলা আবার আসবেন।
ইরানের খোমেনী বসেছিল প্যারিসে
তারাও জানতো খোমেনি মৃত্যুভয় থেকে নিরাপদ
খোমেনী ফিরে আসবেন।

শেখ মুজিব বসেছিল কয়েক হাজার মাইল দূরে
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে
এখানে জীবননাশের শঙ্কা প্রতিমুহূর্ত
কবর খোঁড়া গল্পের নায়ক
জীবন্ত হরফে দণ্ডায়মান।

বাঙালিরা জানতো মুজিব আর ফিরবেনা!

এইতো ইতিহাসের সাথে ইতিহাসের
নিবিড় পার্থক্য, কিন্তু সাংঘর্ষিক নয়
ইতিহাসের পথ অমসৃণ অতিদীর্ঘ ও কণ্টকাকীর্ণ
ইতিহাসের পথ আপনাতে তৈরি হয় না
ইতিহাসের পথ তৈরি করে নিতে হয়।

১০ জানুয়ারি ১৯৭২ সাল
বাংলার আকাশে আলোর ঝলকানি
প্রস্ফুটিত ফুলের নবীনতা আর আর পাখিদের কিচিরমিচির শব্দে আকাশে বিচরণ
ক্যালেন্ডারে দিবস-রজনী সোমবার।
গণকাশে আবেগের অস্ফুষ্ট উচ্চারণ
আজ থেকে কেটে গেল সব আঁধার।

৯ মাস ১৪ দিন নারকীয় অন্ধকার আর বন্দীদশা মুক্ত হল পাকিস্তান খ্যাত বড় পাখি
নির্যাতিত-নিপীড়িত মেহনতী মানুষের মুখপাত্র
আঁধারে আলোর শেখ মুজিব।

ব্রিটিশ রাজকীয় বিমান থেকে ডজ ট্রাক
তেজগাঁও থেকে রেসকোর্স
কিশোর যুবক বৃদ্ধ সকলের হাত শোভিত
ব্যানার ফেস্টুন এর নব্যতা শেখ মুজিব জিন্দাবাদ।

রেসকোর্স একদিন শুনেছিল
শেখ মুজিবের বিদ্রোহী কথন
আজ রেসকোর্স পেল
বঙ্গবন্ধু থেকে শিশুর ক্রন্দন।
বঙ্গবন্ধু বাকরুদ্ধ কন্ঠে কবিগুরুকে জালালেন
“কবিগুরু দেখে যাও
বাঙালি পুড়ে সোনার মানুষ হয়েছে
আমি বাঙালি
বাংলা আমার দেশ
বাংলা আমার ভাষা।”

ধানমন্ডির ১৮ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু
ছাত্র যুবক মুক্তিযোদ্ধাদের আনন্দের উচ্ছ্বাস।
আতশবাজি পটকা বাজি আর ফাঁকা গুলি
এ যেন বিজয়ের জয়ধ্বনি প্রকাশ।

প্রাণবাসরের প্রিয় নেতার নিরাপত্তায় ব্যস্ত ভারতীয় সেনা মেজর তারা
নিরাপত্তা ডিউটিতে আসে পুলিশ
বঙ্গবন্ধু তারাকে বললেন
“আমি নিজের দেশে ফিরেছি
আমার নিরাপত্তার জন্য দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, ডিউটি থেকে প্রত্যাহার করে নিয়ে যান।
ব্যর্থ হয়ই তারা সকল সদস্যকে হতে হয় প্রস্থান ।
মেজর তারা বুঝে নিল-
বাঙালির প্রতি মুজিবের ভালোবাসা
বাংলাদেশের প্রতি মুজিব চরিত্রের ভালোবাসা।

কামরুল ইসলাম

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here