ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এম.পি’কে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদচ্যুত করা উচিত বলে দাবি করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের গাড়ি চালকের যে পরিমাণের অবৈধ সম্পদের পাওয়া গিয়েছে এতে করে মনে হয় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে।”
তিনি বলেন, “এত সব দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য মন্ত্রণালয় চালিয়ে যাচ্ছেন এবং এখনো মন্ত্রী হিসেবে বহাল তবিয়তে আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বড় কর্মকর্তাদের সম্পদের হিসাব দুদকের খতিয়ে দেখা উচিত। এখনই সরকারের উচিত স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদচ্যুত করা। কারণ তিনি মন্ত্রী থাকা অবস্থায় এ মন্ত্রণালয় ব্যাপক দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হিসাবে পরিচিতি লাভ করেছে এবং মন্ত্রী হিসেবে জাহিদ মালিক করোনা সহ সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ এখন গণদাবিতে পরিণত হয়েছে।”