Daily Gazipur Online

হায়দরাবাদ বন্ধু মহল যুব সংঘের পক্ষে ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : এসো সবাই মিলে মিশে ঈদের আনন্দ ভাগাবাগী করি এক সাথে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার হায়দরাবাদ বন্ধু মহল যুব সংঘের পক্ষ থেকে খেটে খাওয়া দিন মজুর ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন হায়দারাবাদ বন্ধু মহল যুব সংঘ।
করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ সময় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার গরীব অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেওয়ার জন্য । কেউ যেন অনাহারে না থাকে সে বিষয় খেয়াল রেখে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। এ পর্যন্ত ৩০০ অধিক পরিবারের কাছে তারা খাবার সামগ্রী পৌছে দিয়েছেন।
এছাড়া তারা বিভিন্ন সময় অসহায় শিশুদের পড়াশুনার জন্য যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করে থাকেন এবং এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে তারা এক যোগে এগিয়ে যান।