Daily Gazipur Online

১০ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ১০ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ বাবু ও মোঃ লিটন মিয়া।
এ সংক্রান্তে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান জানান, একাধিক মাদক ব্যবসায়ী দক্ষিণখান থানার আশিয়ান সিটির মেইন গেইটের সামনে গাঁজা ক্রয় বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ বাবু ও লিটনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।