
ডেইলি গাজীপুর ডেস্ক: অবতরণের সময় ১৩৬ আরোহী নিয়ে ফ্লোরিডার সেন্ট জনস নদীতে পড়ে গেল একটি বোয়িং ৭৩৭ বিমান। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের স্থানীয় সময় শুক্রবার রাতে জ্যাকসনভিল শহরের কাছে অবস্থিত বিমানবন্দরটিতে এ দুর্ঘটনা ঘটে।
কিউবার গুয়ানতানামো নেভাল স্টেশন থেকে যাত্রা করা বিমানটি শুক্রবার রাত ৯টা ৪ মিনিটে জ্যাকসনভিল নেভাল এয়ার স্টেশনে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সেন্ট জনস নদীতে পড়ে যায়।
যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে আছেন বলে টুইটারে জানিয়েছেন জ্যাকসনভিল শহরের মেয়র। তবে নদীতে বিমান থেকে নির্গত তেল অপসারণের কাজ চলছে বলে জানান তিনি।
বিমানটি নদীতে পড়ে গেলেও তা পুরোপুরি পানিতে ডুবে যায়নি বলে জানিয়েছে জ্যাকসনভিল শহরের শেরিফের অফিস। বর্তমানে উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার ব্যাপারে বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ ব্যাপারে অবগত রয়েছেন। আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
