Daily Gazipur Online

১৫ আগস্টে হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট বাঙ্গালী জাতির সবচেয়ে গভীর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। এমন নিষ্ঠুর হত্যাকান্ড পৃথিবীতে অদ্বিতীয়। তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যু বার্ষিকী হিসেবে পালন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

পাশাপাশি আজ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর। শোকাবহ এই মাসকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সারুলিয়া বাজারের ডগাইরে ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ঢাকা-৫ আসনের সাংসদ পদপ্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিয়াজি এবং ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নাদিম খান।

শোকসভায় ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত সকল শহীদদের স্মরণ এবং সারা দেশে সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং এর অন্তরালের কুশীলবদের বিচার কার্যকরের দাবি জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শেষে গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।